পাকিস্তান সরকারের বিরুদ্ধে পথে নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের জনগন সব কিছু বন্ধ বিক্ষোভ মোকাবিলায় নেমেছে পাক সেনা

People of POK protest against Pakistan government

মনিরুল হোসেন

পাকিস্তান সরকারের বিরুদ্ধে পথে নেমেছে পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জনগনের একটা বড় অংশ। তাঁদের নেতৃত্বে রয়েছে  আওয়ামী অ্যাকশন কমিটি (AAC)।তাদের  বিক্ষোভের ফলে পাক অধিকৃত কাশ্মীরের বড় অংশের জনজীবন ব্যাহত হয়েছে। বিক্ষোভ সামলাতে সেনা নামিয়েছে পাকিস্তান সরকর। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।AAC হল একটি নাগরিক সমাজের সংগঠন যা বেশ কিছুদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরে বেশ কিছু সংস্কার  ও ৩৮ দফাদাবি করে আসছে।  কয়েক দশক ধরে রাজনৈতিক বৈষম্য এবং অর্থনৈতিক অবহেলার সম্মুখীন হচ্ছে এখানকার সাধারণ নাগরিকরা।

ছবি সৌজন্যে X হ্যান্ডেল

জনগণের ৩৮ দফা দাবি কী?

পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায় বারোটি আসন সংরক্ষিত। আওয়ামী অ্যাকশন কমিটি (AAC) এই সংরক্ষণ বাতিলের দাবি জানিয়েছে। একই সঙ্গে, ভর্তুকি, মঙ্গলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের ন্যায্য মূল্য এবং ইসলামাবাদের অতীত প্রতিশ্রুতি পূরণের দাবি উত্থাপন করা হচ্ছে।AAC নেতা শওকত নওয়াজ মীর জানিয়েছেন আমাদের বিক্ষোভ কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। তবে, গত ৭০ বছর ধরে, পাক অধিকৃত কাশ্মীরের জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। যথেষ্ট হয়েছে। হয় আমাদের অধিকার দিন, নয়তো জনসাধারণের ক্রোধের মুখোমুখি হোন।

পাকিস্তান সরকার পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান বিক্ষোভ দমনে পাক সেনাদের পথে নামানো হয়েছে। তবু হাজার হাজার মানুষ পাক অধিকৃত কাশ্মীরের রাস্তায় মিছিল করছে এবং তাদের থামানো সম্ভব হয়নি। শনিবার এবং রবিবার, পুলিশ পাক অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি প্রবেশ এবং প্রস্থানের পথ সিল করে দিয়েছে।