All members of the Gujarat cabinet resign
মনিরুল হোসেন
নরেন্দ্র মোদি অমিত শাহের বিজেপি রাজ্য গুজরাটে বড় চমক মন্ত্রিসভার সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করলেন। ১৬ জন মন্ত্রিসভার সকলেই পদত্যাগ করেছেন।মন্ত্রিসভা রদবদলের আগে গুজরাট সরকারের সকল মন্ত্রী পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, বর্তমান মন্ত্রীদের মধ্যে কেবল হর্ষ সাংঘভি এবং ঋষিকেশ প্যাটেলকেই নতুন মন্ত্রিসভায় রাখার সম্ভাবনা রয়েছে।মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে গুজরাট মন্ত্রিসভা শুক্রবার সম্প্রসারিত হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, ১০ জন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হতে পারে, তবে রদবদলের অংশ হিসেবে বর্তমান মন্ত্রীদের প্রায় অর্ধেক নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে পারে।শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে গান্ধীনগরের মহাত্মা মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে নতুন গুজরাট মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনশল এবং মুখ্যমন্ত্রী প্যাটেল সঙ্গে বৈঠকের পর এই পদক্ষেপ নেওয়া হয়।
