Death due to SIR panic in North Bengal
নিজস্ব প্রতিবেদন
এসআইআর আতঙ্কে উত্তরবঙ্গের দুই প্রান্তে দুই বৃদ্ধের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। প্রথম ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের কাছে খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।শুক্রবার দুপুরে ৬২ বছরের বৃদ্ধ নরেন্দ্রনাথ রায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের দাবী পেশায ভ্যান চালক নরেন্দ্রনাথ রায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। কিন্তু তাঁর দুই স্ত্রী মিনতি রায় ও বিনোদিনী রায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। পরিবারের দাবী গত কদিন ধরেই দুই স্ত্রী ও ছেলে মেয়ের ভবিষ্যত কি হবে তা নিয়ে প্রবল দুশ্চিন্তায় ছিলেন। তাদের কি হবে তা জানতে একাধিকবার স্থানীয় পঞ্চায়েত অফিসে গিয়েছেন। শুক্রবারও পঞ্চায়েত অফিসে গিয়ে ছিলেন। সেখান থেকে বাড়িতে চুপচাপ হয়ে গিয়েছিলেন বলে জানা গেছে।তাদের কি হবে তাদের কি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে বলে আক্ষেপ করতে থাকেন। আজ দুপুরে বাড়ির পাশে আত্মহত্যা করে বলে দাবী করা হয়েছে।
অন্য ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়ার ১৫/১৭০ নম্বর বুথের বর্মনপাড়ায়। ৮০ বছরের বৃদ্ধ লালুরাম বর্মনের বিএলওকে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। পরিবারের দাবী বহু বছর আগে লালুরাম বর্মণ বাংলাদেশে থেকে এসেছিলেন। ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিলনা বলে জানা গেছে। এই নিয় সারাক্ষণ আতঙ্কে খাকতেন। আজ তাঁর বাড়িতে বিএলও যাওয়ার পরে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন।কিছুক্ষণ পর মৃত্যু হয় তাঁর। সব মিলিয়ে এস আইআর ঘোষণার পর ১৬ জন আতঙ্কের শিকার হয়ে মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়েছে।
