Calcutta High Court disqualifies Mukul Roy from MLA post
নিজস্ব প্রতিবেদন
বিধায়ক পদ হারালেন মুকুল রায়।দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন মুকুল রায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ রাশিদির ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। কিছুদিন পরেই বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে দিয়ে বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেন। তাঁকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ও করা হয়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করা হয়েছিল। কিন্তু অধ্যক্ষ নিজস্ব ক্ষমতা বলে বিধায়ক পদ খারিজ করেন নি।বিচারক পিএসি-র চেয়ারম্যান হিসাবে মুকুল রায়ের নিয়োগও অবৈধ বলে ঘোষণা করেছে আদালত ৷ অধ্যক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
২০২৩ সালে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে সুপ্রিম কোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সর্বোচ্চ আদালত সেই মামলা পাঠায় কলকাতা হাইকোর্টে।আজ সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভারতে সম্ভবত এই প্রথম দলত্যাগ করার জন্য কোনও আদালত কোনও বিধায়ককে বহিষ্কার করল।
