Mahua Maitra Case
নিজস্ব প্রতিবেদন
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় অর্থের বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআইকে চার্জশিট পেশের অনুমতি দিয়েছে লোকপাল আদালত। একটি মুখ বন্ধ খামে লোকপালের নির্দেশ পেশ করা হয়েছে। এই নির্দেশের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সাংসদ মহুয়া মৈত্র। ২১ নভেম্বর মামলার শুনানি।মহুয়া মৈত্র আদালতের কাছে তাঁর আবেদনে, ভারতের লোকপালের ১২ নভেম্বরের আদেশ বাতিল করার আবেদন করেছেন, যার মাধ্যমে সিবিআইকে অনুমোদন দেওয়া হয়েছি। মহুয়ার দাবি এটি ভুল ছিল, লোকপাল আইনের পরিপন্থী এবং স্বাভাবিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘন করা হয়েছে।
২০২৩ সালে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেন, তিনি অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন৷ মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগটি সংসদের এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দেন অধ্যক্ষ৷ এথিক্স কমিটির রিপোর্ট অনুযায়ী ধ্বনি ভোটে মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব পাশ হয় লোকসভায় ৷ ৮ ডিসেম্বর অধ্যক্ষ ওম বিড়লা মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করেন। ২০২৪ লোকসভা নির্বাচনে ফের কৃষ্ণনগর থেকে সাংসদ নির্বাচিত হন মহুয়া মৈত্র।
