সুপ্রীম কোর্টের নির্দেশে ফিরল সুনালি বাংলাদেশ থেকে ফেরার অপেক্ষায় আরও ৪

Sonali Return from Bangladesh

নিজস্ব সংবাদদাতা

 সন্তানকে সঙ্গে নিয়ে বীরভূমের পাইকরের দর্জিপাড়ায় নিজের বাপের বাড়িতে ফিরলেন সুনালি শেখ। কালই সুপ্রীম কোর্টের নির্দেশ মেনে সুনালিকে ভারতে ফেরাতে বাধ্য হয়েছে কেন্দ্র সরকার। শুক্রবার সন্ধ্যায় সুনালি ও তাঁর সন্তানকে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে বিডিআর বিএসএফের হাতে তুলে দিয়েছে। এই বিএসএফ সুনালিসহ ৬ জনকে ৬ মাস আগে বাংলাদেশে পুশব্যাক করেছিল।বাংলাদেশের জেলে কাটাতে হয়েছে অন্ত:স্বত্তা সুনালি শেখকে সঙ্গে তাঁর আট বছরের সন্তান ও স্বামী দানিশ শেখকে। তাঁদের সঙ্গে পুশব্যাক করা হয়েছিল সুইটি বিবি ও তাঁর সন্তানকে। মোট ছ জনের মধ্যে নিজের দেশের মাচিতে ফিরল ২ জন। আরও চার জনকে ফেরাতে টালবাহনা করছে কেন্দ্র সরকার। দেশের নাগরিককে বেনাগরিক করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সরকার। যে কোন মূল্যে এখনও বাংলাদেশী প্রণাণের মরীয়া চেষ্ঠা চালানো হচ্ছে।

সুনালিদের বাংলাদেশ থেকে ফেরাতে সব রকম উদ্যোগ নিয়েছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ, পশ্চিমবঙ্গ পরিয়ায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সামিরুল ইসলাম।পাইকরের সুনালিদের এই বাড়িতে সুনালির বাবা ভোদু শেখ ও মা জ্যোৎস্না বিবিকে মেয়েকে ফিরিয়ে আনার কথা দিয়েছিলেন সামিরুল ইসলাম। সেই কথা রেখেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরন্তর আন্তরিক সহযোগিতার করেছেন।

সামিরুল লাগাতার মাসের পর মাস ধরে সুনালিদের পরিবারের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশে ওদের আইনী সহায়তা দেওয়ার জন্য প্রতিবেশীকে পাঠানো থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রীম কোর্টে আইনী লড়াই চালিয়েছেন। সে ই লড়াইয়ে ফসল আজ সুনালি তাঁর সন্তানের হাত ধরে স্বদেশের মাটিতে ফিরে আসা সম্ভব।তাই সামিরুলকে কুর্নিশ জানাতেই হয়। আর একই সঙ্গে বিজেপি বাংলা ও বাংলা বিরোধী মানসিকতা আবার প্রমাণিত হল। বিশেষ করে সংখ্যালঘু গরিব মুসলমানদের প্রতি কেন্দ্রের এই অমানবিক ব্যবহার আবার প্রকাশিত হল। ২০২৬ নির্বাচনের আগে এই সব ঘটনা বিজেপির বাংলা বিরোধী তকমা আরো জোরালো হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *