চায়ের সঙ্গে (খবর)টা!
সেরা সংবাদ:
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/india-t20-win-1024x768.jpg)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল ভারত। ২-১ ফলাফলে শুক্রবার চতুর্থ ম্যাচ খেলতে নামে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ভারত। স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৭৪। জবাবে ৭ উইকেট খুইয়ে ২০ রান পিছিয়ে থেকেই ব্যাটিং শেষ করতে হয় অজিদের। মাত্র ১৬ রান দিয়ে অক্ষর প্যাটেল তুলে নেন ৩ উইকেট। ৫ ম্যাচের টি২০ সিরিজে ৩টিতে জয় নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। সুতরাং সিরিজ পকেটে। ‘একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ঘা শুকোতে সময় লাগবে। তবু এই টি২০ সিরিজ জয় যেন তাতে শুশ্রূষার নরম প্রলেপ দিল।’ মনে করছেন অনেকে।
Image Courtesy: X/@DrBhanuPra54098
সেরা ছবি:
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/guangzhou-832x1024.jpg)
দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশ। তারই রাজধানী শহর গুয়াংঝৌ। রঙিন ফুলে সাজানো সে’শহরের উড়ালপুল। ইউটিউব, ফেসবুক, এক্স (X, পূর্বনাম Twitter) – সবই ছেয়ে গিয়েছে এমন নয়নাভিরাম ফ্লাইওভারের ছবিতে! চিনের নাগরিকদের চেতনায় উন্নয়ন তথা নগরায়নের সঙ্গে নন্দন বোধের তত বিরোধ নেই বলতে হয় তাহলে। যাক, ওসব ভারী ভাবনা থাক। বরং চোখ ভরে দেখুন পাশের ছবিটা। অপরূপ – তাই না?
Image Courtesy: X/@XvideoViral
সেরা ভিডিও: