‘কোথায় খুঁত, কোথায় চুরি?’

রাজ্যে আরও একবার কেন্দ্রের প্রতিনিধিরা!

‘খুঁজে না পেলেও খোঁজার চেষ্টা জারি রাখতেই হবে ওদের।’ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘কাল্পনিক কারচুপি’র কেন্দ্রীয় ‘অনুসন্ধান’ প্রসঙ্গে বক্রোক্তি তৃণমূলের। ১০০ দিনের কাজ প্রসঙ্গেও একই কথা। কিন্তু কেন এমনটা নতুন করে বলছে তৃণমূল? কারণ ফের ওই ২ কেন্দ্রীয় প্রকল্পে বেনিয়মের হদিশ পেতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল। এর আগে কতবার এসেছেন মোদী সরকারের প্রতিনিধিরা? তৃণমূল শীর্ষ নেতৃত্বের দাবি, সংখ্যাটা ১০০ অতিক্রান্ত। কোনওবারই বিশেষ কিছু মেলেনি। তবু আরেকবার!

টাকা আটকে রাখা নিয়ে ধর্মেন্দ্র প্রধান থেকে সাধ্বী নিরঞ্জন জ্যোতি পালটা ‘কারচুপি’রই তো অভিযোগ এনেছেন লোকসভায়! তাদের মূল হাতিয়ার হয়ে উঠেছে তো তৃণমূলের ‘তোলাবাজি-কাটমানি’ এবং ‘প্রোপাগান্ডা’! তাহলে হাতে প্রমাণ রাখাও জরুরি। অতএব…

মুখ্যমন্ত্রী সোজাসাপ্টা ‘পকেটমার’ বলছেন কেন্দ্রকে। বলছেন সংগ্রাম জারি রাখার কথা। আর দিল্লির প্রতিনিধিদের নবোদ্যম নিয়ে কী পদক্ষেপ তাঁর? কিচ্ছু না। কেবল উপেক্ষায় শান দিচ্ছেন বলা যায়।

মমতার কটাক্ষের সারাৎসার, ‘রাজ্যের গেরুয়া বাহিনীকে চাঙ্গা রাখতে হবে তো!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *