পাহাড়ি পোশাকে মমতা!
ভারতীয় রাজনীতিতে দীর্ঘ পথ চলা তাঁর। অনেক উত্থানপতনের সাক্ষী তিনি। তবু তাঁকে আর পাঁচটা নেতানেত্রীর সঙ্গে মেলানো যায় না।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)। ছকভাঙা পথে হাঁটতে ভালোবাসেন। তাই মমতাকে ঘিরে প্রায়ই তৈরি হয়েছে প্রথাসর্বস্বতা-বিবর্জিত মুহূর্ত – এমনকি তীব্র রাজনৈতিক টানাপোড়নের মধ্যেও। এবারও ব্যতিক্রম হল না। উত্তরবঙ্গ সফরে তাঁর দেখা মিলল একেবারে আলাদা মেজাজে।
বৃহস্পতিবার মকাইবাড়ি চা-বাগান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। চা-বাগানের কর্মীদের সঙ্গে চা-পাতা তুলতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিতরণ করেন শীতবস্ত্র।
চা-(ছবি)-বাগান:
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mamata-darjeeling-1024x576.jpg)
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mamata-darjeeling-2-1024x576.jpg)
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mamata-darjeeling-3-1024x576.jpg)