১৫ ডিসেম্বর শুক্রবার থেকে রাজ্যে শুরু হল অষ্টম ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লক্ষ্য, রাজ্যের সাধারণ মানুষের কাছে নানান সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। এই অষ্টম ‘দুয়ারে সরকার’ শিবিরে সরকারি প্রকল্পের আবেদনপত্র জমার কাজ চলবে ছুটির দিন বাদে ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরিষেবা প্রদান চলবে ২ জানুয়ারি ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/duare-sarkar-2-1024x522.jpg)
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মিলবে ‘দুয়ারে সরকার’ শিবিরে। মূল আকর্ষণ বার্ধক্য ভাতা, ‘লক্ষ্মীর ভাণ্ডার’। নবতম সংযোজন পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্তকরণ।