মহারাষ্ট্রে ডাহা ফেল কংগ্রেস প্রশ্নের মুখে রাহুলের নেতৃত্ব

Congress failed in Maharashtra

লেখক- বিশ্বজিৎ ভট্টাচার্য

৭৫ য়ের মধ্যে দশ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মার্কশিট। মরাঠা ভূমে নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে ৭৫ টি তে দুই সর্ব ভারতীয় দল কংগ্রেস ও বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল। সেই নির্বাচনী যুদ্ধে দশটি আসনে কংগ্রেস আর ৬৫ টি আসনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। শুধু এই পরিসংখ্যানেই গ্ৰ্যান্ড ওল্ড পার্টি তথা কংগ্রেসের বিপর্যয়ের ছবি টা শেষ নয়। ৭৫ টি আসনের দশ শতাংশ অর্থাৎ ৭টি আসনে দ্বিমুখী লড়াইতে কংগ্রেস দ্বিতীয় স্থান ও ধরে রাখতে পারে নি।

আরব সাগরের তীরে দুই মহাজোটের লড়াই ছিল। একদিকে বিজেপি, শিবসেনা ( শিন্দে) এবং এন সি পি (অজিত) য়ের মহায্যুতি আর অন্য দিকে কংগ্রেস, শিবসেনা ( উদ্ভব) ও এন সি পি ( শরদ) য়ের জোট মহাবিকাশ আগারি। বিজেপি মোট ১৪৯ টি আসনে প্রার্থী দিয়েছিল আর কংগ্রেস প্রার্থী দিয়েছিল ১০১টি আসনে। দুই দলের মধ্যে প্রায় ৭৫ শতাংশ আসনে লড়াইতে হেরে ভূত হয়ে গিয়েছে কংগ্রেস। দুই দলের মোট প্রাপ্ত ভোটের মধ্যে ও তফাৎ টা তেপান্তরের মাঠের মতো বিস্তৃত। বিজেপি পেয়েছে ২৭ শতাংশ ভোট আর কংগ্রেস পেয়েছে ১৩ শতাংশ ভোট। পরিসংখ্যান আরও বলছে , বিজেপি যেখানে যে আসনগুলিতে লড়েছে সেখানে তারা গড়ে ৫১.৫ শতাংশ ভোট পেয়েছে যেখানে কংগ্রেসের গড় প্রাপ্ত ভোট ৩৪.৭ শতাংশ। লোকসভা নির্বাচনে বিজেপি যতগুলি আসনে লড়াই করেছিল তাতে গড় প্রাপ্ত ভোট ছিল ৪৪.৮৮ শতাংশ ভোট। অর্থাৎ, সেই নির্বাচনের কয়েক মাসের মধ্যে গড় প্রাপ্ত ভোটের বিচারে বিজেপির ভোট বেড়েছে ৬ শতাংশ।

গত লোকসভা নির্বাচনে কংগ্রেস যে আসনগুলিতে লড়েছিল তাতে গড় প্রাপ্ত ভোট ছিল ৪৭.৭ শতাংশ। সেই বিচারে এই বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভোট কমেছে ১৪ শতাংশ। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বলছে ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং উদ্ভব ঠাকরের শিবসেনার ভরাডুবি হয়েছে। সেখানে পশ্চিম বঙ্গে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ছটিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস।এর মধ্যে উত্তরবঙ্গে সাম্প্রতিক সময়ে বিজেপির দূর্গ হিসেবে পরিচিত আলিপুরদুয়ারের মাদারিহাট আসনে বিজেপি কে বড়সড় ব্যবধানে হারিয়েছে তৃণমূল। ওই আসনটি ২১শের বিধানসভা নির্বাচনেও বিজেপি জিতেছিল। ২০২৪ য়ের লোকসভা ভোটে কংগ্রেস ৯৯টি আসন জেতার পরে তাদের প্রতাপ বেড়েছিল । সংসদের ভিতরে ও বাইরে ইন্ডিয়া মঞ্চে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়েছিল কংগ্রেস। রাজনৈতিক অঙ্কে তৃণমূল ও কংগ্রেস সম্পর্কে কিছু টা নরম হয়েছিল। এখন হরিয়ানা ও মহারাষ্ট্র নির্বাচনের পরে দেখা যাচ্ছে একের বিরুদ্ধে লড়াই বিজেপির সামনে কংগ্রেস মুখ থুবড়ে পড়লেও তৃনমূল বঙ্গের উপনির্বাচনে পদ্ম শিবির কে বড় ব্যবধানে হারাতে পেরেছে। এই অবস্থায় বিরোধী দলগুলির সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভবিষ্যৎই বলবে।