Nawsad Siddique on Haj House
রাজারহাট নিউটাউনের হজ হাউসের মধ্যে মিলল মদের বোতল।খবর পেয়েই হজ হাউসে ছুটলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। হজ হাউসের ডাষ্টবিনের মধ্যে থাকা মদের বোতলের ছবি সোশাল মিডিয়ায় পোষ্ট করেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। বাংলার মুসলমানদের হজের সময় সমস্ত প্রক্রিয়া যেমন এখান থেকেই হয় আবার সারা বছর রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিভিন্ন সরকারি কর্মকান্ড এখানে পরিচালিত হয়। এমন গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে মদের বোতল এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওসাদ সিদ্দিকি।ঘুরে ঘুরে খতিয়ে দেখলেন পুরো পরিস্থিতি।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/nasad4-1024x576.jpg)
নিজের ফেসবুক পেজে নওশাদ সিদ্দিকি লিখেছেন
“কলকাতার নিউটাউনে হজযাত্রীদের আশ্রয়স্থল মদীনাতুল হুজ্জাজে মদের বোতল পাওয়া গেছে বলে কিছু খবর গতকাল থেকেই চোখে পড়ছিল। আজ সরেজমিনে দেখতে গিয়ে আমি নিজেই ওজুখানার ডাস্টবিনে মদের বোতল দেখতে পেলাম। শুনেছি, আমার যাওয়ার আগে পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখে গেছেন। তারপরেও কি করে এই মদের বোতল পড়ে আছে, এটা বোধগম্য হচ্ছে না। শুনেছি এখানে পুলিশ আধিকারিকেরা বিশ্রাম নিচ্ছিলেন। আমি মনে করি হাজিদের জন্য তৈরি হওয়া এই পবিত্র স্থান সরকারের অন্যান্য কাজে ব্যবহার করা উচিত নয়। যদি ব্যবহার করা হয়ও, তাহলে জায়গাটির পবিত্রতা সম্পর্কে সচেতন থাকা একান্ত প্রয়োজনীয়। অবিলম্বে এই অনাচার বন্ধ করা হোক। ।“