পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রীম কোর্ট

পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি সংক্রান্ত মামলা খারিজ করল সুপ্রীম কোর্ট।কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চের রায়ে কোন রকম হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত।সুপ্রীম কোর্টের এই নির্দেশের ফলে নতুন করে প্রশ্নের মুখে পড়ল রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেটের ভবিষ্যত। গত ৩১ জানুয়ারি ওই মামলায় বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না।

গত বছর লোকসভা নির্বাচনের মাঝে ২২ মে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এইূ রায়ে কোন হস্তক্ষেপ করতে চাইছে না শীর্ষ আদালত। এই রায়ের ফলে রাজ্যের আবেদন করা ওবিসি সাটিফিকেট সংক্রান্ত মূল মামলার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।