ছাত্রের সঙ্গে মালাবদল ও সিঁদুরদান কান্ডে বিতর্কিত অধ্যাপিকার ইস্তফা

University Professor Marriage Controversy

নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজ়াদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (ম্যাকাউট)-র মনস্তত্ত্ব বিভাগের অধ্যাপিকার কলেজের ক্লাসরুমে ছাত্রের সঙ্গে সিঁদুরদান ও মালাবদলেরের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এই ঘটনা প্রবল বিতর্ক ছড়িয়েছিল। অবশেষে বিতর্কিত এই অধ্যাপিকা ইস্তফা দিয়েছেন।ম্যাকাউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে কলেজ ছাড়ার কথা জানালেন তিনি।

অধ্যাপিকা জানিয়েছেন এই ঘটনার পর মানসিক ভাবে বিপর্যস্ত তিনি।যে ভাবে তাঁর সম্মান হানি হচ্ছে্ তাই তার পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। এখন দেখার উপাচার্য তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন কিনা।

গত ২৮ জানুয়ারি থেকে সমাজমাধ্যমে ওই অধ্যাপিকা এবং এক ছাত্রের সিঁদুরদান ও মালাবদলের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। কলে্জ কর্তৃপক্ষ ওই অধ্যাপিকাকে ছুটিতে পাঠিয়ে দেন।

 এই ঘটনা্ খতিয়ে দেখার জন্য ম্যাকাউট কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি তৈরি করেন। সম্প্রতি সেই কমিটি রিপোর্ট দেয়। তাতে স্পষ্ট উল্লেখ করা হয়, শ্রেণিকক্ষে অধ্যাপিকা যে ঘটনা ঘটিয়েছেন, তা কোনও কারিকুলাম বা পাঠক্রমের অংশ ছিল না। অধ্যাপিকা দাবী করেছিলেন এটা কলেজের অনুষ্ঠানের নাটকের রিহার্সালের অংশ। যা ইচ্ছাকৃত ভাবে ঐ অংশটুকু সমাজ মাধ্যমে ছড়িয়ে তাঁর সাইকোলজি বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার জন্য কলেজের অন্য অধ্যাপক এই চক্রান্ত করেছেন। যদি বিতর্ক থামেনি। তাই কিছুটা বাধ্য হয়েই ইস্তাফার পথ বেছে নিলেন এই অধ্যাপিকা।