২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির খরচ করেছে ১,৭৩৭.৬৮ কোটি টাকা।অন্যদিকে কংগ্রেসের ব্যয় হয়েছে লোকসভা নির্বাচন এবং তার পর চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন মিলিযে সর্বমোট খরচ ৫৮৪.৬৫ কোটি টাকা। বিজেপির চেয়ে যা তিনগুণ কম।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/1000033170-1024x576.webp)
নির্বাচন কমিশনে জমা দেওয়া দলের ব্যয়ের প্রতিবেদন অনুসারে, বিজেপির ব্যয় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় ৩৭% বেশি খরচ করেছে। বৃহস্পতিবার কমিশন প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বিজেপির মোট ব্যয়ের প্রায় ৩৫% ব্যয় করা হয়েছে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফোন কল এবং টেক্সট মেসেজে। রিপোর্টে দেখা গেছে গুগলে বিজ্ঞাপনে প্রায় ৩০% ব্যয় হয়েছেো। টাকার পরিমান ১৫৬.৯৫ কোটি টাকা এবং ফেসবুকে`২৪.৬৩ কোটি টাকা। বিজেপির সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংএবং অন্যান্য সিনিয়র নেতাদের সহ তারকা প্রচারকদের ভ্রমণে খরচ করা হয়েছে ৫৫.৭৫ কোটি টাকা।সোমবার নির্বাচন কমিশন প্রকাশিত রির্পোটে দেখা যাচ্ছে ২০২৩-২০২৪ সালে, বিজেপির অনুদান পূর্ববর্তী বছরের তুলনায় ৮৭% বৃদ্ধি পেয়ে `৩,৯৬৭.১৪` কোটি টাকায় পৌঁছেছে।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/1000033167.jpg)
কংগ্রেসের খরচের যে হিসাব দেওয়া হয়েছে তাতে লোকসভা নির্বাচনের সঙ্গে যুক্ত করা হয়েছে চারটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম ও অরুণাচলপ্রদেশ সব মিলিয়ে ৫৮৪.৬৫ কোটি টাকা। যা কোন ভাবেই বিজেপির ধারে কাছে নেই বললেই চলে।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/1000033171.jpg)
আবার সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খরচ হয়েছে ১৪৭ কোটি টাকা। যার মধ্যে ৪৬ কোটি টাকা খরচ হয়েছে তারকা প্রার্থীদের প্রচারে। ৩৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রার্থীদের জন্য। ১১ কোটি টাকা খরচ হয়েছে ব্যানার, পোস্টার কাজে ও ৬ কোটি ৭১ লক্ষ খরচ হয়েছে সংবাদমাধ্য়মে বিজ্ঞাপন দিতে। বাড়তি ৪৬ কোটি টাকা খরচ হয়েছে দলের নির্বাচনী প্রচারে। ভোটের খরচের তালিকায় পিছিয়ে নেই দেশের দক্ষিণের দলগুলিও। বিশেষ করে নজর কাড়ছে DMKএও। শুধুমাত্র লোকসভা নির্বাচনেই তামিলনাড়ুতে ডিএমকে খরচ করেছে ১৪৭ কোটি টাকা।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/1000033173.jpg)
স্বাভাবিক ভাবে এবার জানতে ইচ্ছে করবে দেশের বামদলগুলি ভোটের প্রচারে কত টাকা খরচ করেছে। নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তাদের খতিয়ান অনুযায়ী, গত ২০২৪ লোকসভা নির্বাচনে মাত্র ৫ কোটি টাকা খরচ করেছিল বাম দলগুলি।