১০৪ ভারতীয়কে ফেরত পাঠাল আমেরিকা সংসদে কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর বিবৃতি

  Deportation Indian from USA

এমাসেই আমেরিকা সফরের সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্যই এই সফর। তার আগেই ১০৪ ভারতীয় নাগরিককে আমেরিকায় অবৈধ অভিবাসী চিহ্নিত করে যুদ্ধ বিমানে ভারতে ফেরত পাঠিয়েছে। এই সব অবৈধ অভিবাসীদের হাতে পায়ে শিকল পরিয়ে ছবি ও প্রকাশ করেছে আমেরিকা প্রশাসন।

এই অসন্মানের প্রতিবাদ জানিয়ে লোকসভায় আলোচনার দাবী জানাই কংগ্রেসসহ বিরোঘী সাংসদেরা। বিরোধী দলনেতা বলেন ভারতীয়দের যে ভাবে হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো হয়েছে তা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু আলোচনার দাবী নাকচ করে দেয় স্পিকার ওম বিড়লা।

এরপরেই মুখ খোলেন বিদেশমন্ত্রী। রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যার্পণের ঘটনা ঘটে থাকে। তারা সেদেশে অবৈধ ভাবে থাকলেও, আমাদের দায়িত্ব সেই সকল নাগরিকদের আবার ফেরত নেওয়া।’পাশাপাশি, বিরোধীদের ‘অমানবিক’ ছবির বিষয়ে তিনি বলেন অভিবাসীদের হাতকড়ি পরিয়ে বিমানে তোলার বিষয়ে ট্রাম্পের প্রশাসনের দিকেই দায় ঠেলে দিয়েছেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘হাতকড়ি পরিয়ে, পায়ে শিকল বেঁধে বিমানে তোলার বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।’

মঙ্গলবার ১০৪ জন আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের অবৈধ অভিবাসী হিসাবে চিহ্নিত করে যু্দ্ধ বিমান সি ১৭তে ফের পাঠিয়েছে। এদের মধ্যে চার পাঞ্জাব, গুজরাট, হরিয়ানার ৩০ জন করে বাকি মহারাষ্ট্রের ৩ জন উত্তরপ্রদেশের ও চন্ডীগড়ের দু জন করে রয়েছে। তাদের মঙ্গলবার অমৃতসর বিমান বন্দরে নামিয়ে দেওয়া হয়।