Messi Programme Vandelise Saltlake stadium
নিজস্ব প্রতিবেদন
বিশ্ব ফুটবলের ভগবান হিসাবে পরিচিত লিওলেন মেসিকে দেখাকে কেন্দ্র করে কলঙ্কিত হল কলকাতা।এক ঝলক দেখার জন্য চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে সব ক্ষোভ আছড়ে পড়ে স্টেডিয়ামে।মাঠে নেমে আসে উত্তেজিত দর্শকরা। হাতের কাছে যা ছিল তাই ভাঙচূর করা হয়। ব্যাপক ভাঙচূর করা হয় গ্যালারির চেয়ার। কেউ কেউ স্টেডিয়ামে পেতে রাখা কার্পেট রোল করে কাঁধে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল। মেসির জন্য তৈরি মঞ্চ ভাঙা হল। পুলিশ কার্যত বাধ্য হয়ে অসহায় দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝপথে গাড়ি ঘুরিয়ে চলে যান। মেসির সঙ্গে শাহরুখ খান থাকার কথা থাকলে ও তিনি স্টেডিয়ামে এসে ও আর মাঠে নামেননি। বেশ কিছু সময় জুড়ে কার্যত যুবভারতী জুড়ে তান্ডব চালায় দর্শকরা।এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় দু:খপ্রকাশ করেছেন। ঘটনার প্রকৃত কারন অনুসন্ধান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গড়া হয়েছে।রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়াম পরিদর্শনে আসেন। কিন্তু গেট বন্ধ, আলো নেভানো থাকায় স্টেডিয়ামের মধ্যে আর প্রবেশ করতে না পেরে ক্ষোভ উগরে দেন।এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এই অনুষ্ঠানে্ দর্শকদের ক্ষোব আছড়ে পড়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপর। মূলত নেতা মন্ত্রীরা যে ভাবে মেসিকে ঘিরে রাখে তার ফলে মেসিকে দেখতে পাননি অধিকাংশ দর্শক। আর এতেই দর্শকদের ক্ষোভে ঘৃতাহুতি পড়ে ।
