ধৃত আনিসুর মুখ খুললেই কিনারা!
গোষ্ঠীকোন্দলের তত্ত্ব ক্রমশ ফিকে হচ্ছে। জয়নগরের বামনগাছিতে তৃণমূলের সইফুদ্দিনকে খুন করার পিছনে ভিন্নদলীয় রাজনৈতিক শত্রুতাই দায়ী তবে? আনিসুরকে পুলিশ গ্রেফতার করার পর থেকে স্পষ্ট হচ্ছে ছবি।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/gun-arrest-1024x680.jpeg)
আনিসুর সিপিএমের লোক। আজ রানাঘাটে তল্লাশি চালিয়ে তাকে জালে তোলে পুলিশ। নজরদারিতে রয়েছে বেশ কয়েকজন সন্দেহভাজন। আনিসুরের ছকেই সইফুদ্দিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা তদন্তকারীদের। দ্রুত কিনারার লক্ষ্যে তৎপর তাঁরা।