বেড়াতে বেশ, অন্য নাম

নদীর বেড়ে পাহাড়ি গ্রাম!

ভ্রমণপিপাসু বাঙালি। সুযোগ পেলেই প্রকৃতির টানে পাড়ি পাহাড় থেকে সমুদ্রে। আর শীতের মিঠে মেজাজে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার এক দারুণ ঠিকানা উত্তরবঙ্গ। আজ সেই উত্তরবঙ্গেরই দারুণ একটা জায়গার হদিশ দিই আপনাদের।

কালিম্পংয়ের অনতিদূর দিয়ে বয়ে গিয়েছে রেলি নদী। তার কোলে ছোট গ্রাম বিদ্যাং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উুঁচু। পাশেই হিমালয় পর্বতমালা। চারিদিকে সবুজ আর সবুজ। মাঝে পাহাড়ি ঝরনা, যা দেখে মন ভরে ওঠে। পাহাড়ের ধাপে ধাপে কৃষিজমি। সঙ্গে শীতের রঙবাহারি ফুল। বিদ্যাং থেকে দার্জিলিং (darjeeling) দেখলে মুগ্ধ না হয়ে উপায় নেই। রেলি নদীর তীরে রঙিন নুড়ি-পাথরের মেলা ধাঁধিয়ে দেয় চোখ। সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে যোগাযোগের জন্য রয়েছে কাঠের তৈরি একটি সেতু।

কিন্তু যাবেন কীভাবে? নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থেকে গাড়িতে করে যেতে হবে কালিম্পং (Kalimpong)। সেখান থেকে ১৫ কিলোমিটার গেলে বিদ্যাং (Bidyang)। যেতে-যেতেই চোখে পড়বে পাহাড়ি রাস্তার অপূর্ব দৃশ্য। ইচ্ছা হলে ট্রেকিংও করা যায়। মোট কথা, বিদ্যাং একাধারে রমণীয় ও রোমাঞ্চকর।