সূচনা-দিনের সারকথা…
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের প্রারম্ভিক ভাষণে মুখ্যমন্ত্রীর মূল বার্তা— বর্তমান রাজ্য সরকারের শিল্পবান্ধব ভাবমূর্তি। দক্ষিণে তাজপুর থেকে উত্তরে চা-বাগান— সর্বত্রই বাণিজ্য সম্ভাবনা, দাবি।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা
বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। শাহরুখকে কার্যত দায়িত্ব থেকে অব্যাহতি। সৌরভের মুখে মুখ্যমন্ত্রীর আন্তরিকতার কথা। ত্রিপুরার পর্যটন ব্র্যান্ড অ্যাম্বাসাডরও সৌরভ। সেখানে সরকার বিজেপির। রাজনৈতিক টানাপোড়েন থাকবেই। কীভাবে সামলাবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক? বলবে সময়।
বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ
মুখ্যমন্ত্রীকে দরাজ শংসা শিল্পপতি মুকেশ ধীরুভাই আম্বানির। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ির ‘অগ্নিকন্যা’ আখ্যা ‘যাথার্থ্য’ সহ ফিরল বিজনেস সামিটে। সৌজন্যে রিলায়েন্স চেয়ারম্যান (Mukesh Dhirubhai Ambani, Chairman & Managing Director, Reliance Industries Limited)। আগের প্রায় ৪৫ হাজার কোটি টাকার পর আসন্ন ৩ বছরে বাংলায় স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, হস্তশিল্প ও জিও পরিষেবায় ২০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা।
২০,০০০ কোটি টাকা বিনিয়োগ : মুকেশ আম্বানি
অঙ্গ প্রতিস্থাপন সহ ক্যান্সার, হৃদরোগের সর্বোৎকৃষ্ট চিকিৎসার লক্ষ্যে কলকাতায় হাসপাতাল বানানোর ঘোষণা নারায়ণা গ্রুপের। এবং এত কিছুর মধ্যে তাজপুরের বন্দর প্রকল্প থেকে আদানি-বিদায়ের সংকেত।
শিল্পনীতির বাইরে বার্তা: শুরুতেই সুর বাঁধা— আর্থিক শোষণ ও কুৎসার অভিযোগ মুখ্যমন্ত্রীর। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের (Bengal Global Business Summit) রাজনৈতিক মাত্রা।