রক্তহোলির ১৫ বছর!

‘তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?’

২৬/১১! ভারতের সাম্প্রতিক ইতিহাসে সন্ত্রাসের অন্ধকারতম দিন। আজ পূর্ণ হচ্ছে ১৫ বছর। ২০০৮-এর এই দিনে বাণিজ্যনগরী কেঁপে উঠেছিল লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) নির্মম আক্রমণে। ১০ জনের একটি সশস্ত্র দল মুম্বইয়ের রাস্তা থেকে সন্ত্রাসের সূচনা করে। দিন চারেকের মধ্যে তাদের কবজায় চলে যায় তাজ ও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, নরিমান হাউসের ইহুদি কেন্দ্র, লিওপোল্ড ক্যাফে!

ভারতীয় সেনাজওয়ান সহ অসমসাহসী নিরাপত্তাবাহিনী শেষপর্যন্ত জঙ্গিনিধনে সমর্থ হয়। দেশের অর্থনৈতিক রাজধানীকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করতে মূল্য চোকাতে হয় অনেক।

নিহত ১৬৬, আহত ৩০০— হিংসার বীভৎসতা ছিল এতটাই রক্তাক্ত! জীবিত অবস্থায় ধৃত একমাত্র জঙ্গি আজমল কাসভের (Ajmal Kasab) মৃত্যুদণ্ড কার্যকর হয়।

তারপর থেকে দিনটি পরিচিতি পেয়েছে ‘২৬/১১’ হিসেবে। জেনেভা জাতিসংঘে তারিখটি অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্ব জুড়ে পালনের ঐতিহ্য তৈরি হয়েছে সন্ত্রাসের বিপরীতে।

উন্মত্ত হিংসায় হারিয়ে যাওয়া নারীপুরুষকে চোখের জলে স্মরণ করার দিন আজ। জঙ্গির নিশানায় প্রাণ বাজি রেখে দুঃসাহসী লড়াই— সেই বীরত্বকে সম্মান জানানোরও দিন।