ফুটছে চিংড়িঘাটা, পুলিশে পুলিশে ছয়লাপ!
খুন, গণমারে তুলকালাম চিংড়িঘাটা। ঘটনা শুরু শনিবার রাতে। বিসর্জন উপলক্ষ্যে তীব্র আওয়াজ! অনুমোদিত শ্রাব্যসীমার উপর বাজনা। রুখে দাঁড়ান সাহেব আলি নামে এক ব্যক্তি। ফলাফল বিতণ্ডা। সে’সময় বিট্টু সর্দার নামে এক সমাজবিরোধী কাঁচি দিয়ে সাহেব আলির শরীর ফালাফালা করে দেয় বলে অভিযোগ। মৃত্যু আটকানো যায়নি।
![](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/murder-1024x505.jpg)
রবিবার বিট্টুকে বাগে পেয়ে মারধর শুরু করে জনতা। হাতের কাছে যে যা পেয়েছে, তাই দিয়ে ‘সাহেবের খুনি’কে বেধড়ক পেটাতে থাকে উত্তেজিতরা। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে, বিট্টু সর্দারকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক হাল কাহিল। চিংড়িঘাটায় মোতায়েন পুলিশবাহিনী।