ন্যায় বিচার চেয়ে যদি রাত দখল সফল হয় তাহলে শব্দ দৈত্যের রাত দখল ঠেকাতেও তো সক্রিয় হওয়া যায়।
ছবি সৌজন্য দি হিন্দু বিশ্বজিৎ ভট্টাচার্য :আবার একটি আতঙ্কের রাত এগিয়ে আসছে। এ রাত হল কালীপুজো বা দীপাবলীর রাত। এই রাতের অনুষঙ্গ জুড়ে আছে আলোর উৎসব। তবে, আমাদের অভিজ্ঞতা হলো এই রাত জুড়ে থাকে শব্দ দৈত্যের তান্ডব। আমরা সবাই জানি উৎসব হলো মানব সভ্যতার এক অপরিহার্য অংশ। অর্থনৈতিক অবস্থা বিশেষে উৎসবের উৎসে থাকে মনের স্বস্তি…