SIR আতঙ্কে ফের বাংলায় বৃদ্ধের মৃত্যু এর দায় কি স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতার
SIR Panic Death মনিরুল হোসেন উত্তর ২৪ পরগণার পানিহাটির প্রদীপ করের পর বীরভূমের ইলমবাজারের বৃদ্ধ ক্ষিতীশ চন্দ্র মজুমদার এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন।ক্ষিতীশ বাবুর মেয়ে তাঁর বাবার আত্নঘাতীর ঘটনার জন্য নির্বাচন কমিশনের ভোটার তালিকার নিবিড় সংশোধন খবরে আতঙ্কিক হয়েই। গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করেছেন বলে দাবী করা হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় ক্ষিতীশ বাবুর…
