এখনও আটকে!
পৌঁছল রোবটিক্স টিম, কাজ হবে? উত্তরকাশীর নির্মীয়মাণ সিলকারা সুড়ঙ্গে এখনও আটকে শ্রমিকরা। এএনআই সূত্রে খবর, আজ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ডিআরডিও রোবটিক্স মেশিন টিম। তাতে উদ্ধারকাজ নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে। এএনআইয়ের সাংবাদিককে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ জানিয়েছেন, অবস্থা এখনও অনুকূল। সুড়ঙ্গের ভিতরের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে রোবটিক্স টিম। তবে সময়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, মত…
