নন্দীগ্রাম কিছু বলতে চেয়েছিল…
নন্দীগ্রাম আজও কিছু বলতে চায়! ২০০৭ সালটা এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে ভুলবার নয়। তৎকালীন বামফ্রন্ট সরকার হঠাৎ শিল্পমতি হয়ে উঠেছিল কেন, তা নিশ্চয়ই বিতর্কের বিষয়। কিন্তু এ নিয়ে কোনও সংশয় নেই যে, ইন্দোনেশীয় শিল্পপতির প্রেমের ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়েছিলেন সে-সময়কার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর একবগ্গা শিল্পনীতি রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের কৃষিজীবী…
