দাদা ইউসুফ পাঠানের প্রচারে ভাই ইরফান
আই পিএলের ভরা ক্রিকেট মরসুমে সময় বের করে বহরমপুরে দাদার নির্বাচনী প্রচারে পথে নামলেন ইরফান পাঠান। একটা সময় বাইশগজে ব্যাটে বলে ঝড় তুলেছিলেন দাদা আর ভাই। ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইউসুফ পাঠানের। তাঁর চওড়া ব্যাটে দলকে জিতিয়েছিলেন। অন্যদিকে ইরফান পাঠানের অনবদ্য বোলিং ব্যাটিং মনে রাখার মতো। দাদা ইউসুফ পাঠান বহরমপুর…
