ইডেনে ইতিহাস, জন্মদিনে ‘বিরাট’ জগজ্জয়!
ক্রিকেটের নন্দনকাননে শচীনকে ছুঁলেন কোহলি: ৪৯x১০০ এ যেন ঈশ্বরের লেখা চিত্রনাট্য! ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে মঞ্চস্থ হল ‘বিরাট’ স্বপ্নের ‘কোহলি’ কীর্তি! মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের এক উত্তুঙ্গ রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি! আর এই শিখরস্পর্শী কৃতিত্ব তিনি অর্জন করলেন নিজের জন্মদিনে। ©’Sachin Tenulkar’|Bollywood Hungama|CC BY 3.0©’Virat Kohli during the India…
