রক্তহোলির ১৫ বছর!

‘তুমি কি তাদের ক্ষমা করিয়াছ?’ ২৬/১১! ভারতের সাম্প্রতিক ইতিহাসে সন্ত্রাসের অন্ধকারতম দিন। আজ পূর্ণ হচ্ছে ১৫ বছর। ২০০৮-এর এই দিনে বাণিজ্যনগরী কেঁপে উঠেছিল লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) নির্মম আক্রমণে। ১০ জনের একটি সশস্ত্র দল মুম্বইয়ের রাস্তা থেকে সন্ত্রাসের সূচনা করে। দিন চারেকের মধ্যে তাদের কবজায় চলে যায় তাজ ও ওবেরয় হোটেল, ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, নরিমান হাউসের…

আরও পড়ুন