![‘আরও স্পষ্ট হল মোদী-আদানি আঁতাত’](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/mahua-moitra-600x400.jpg)
‘আরও স্পষ্ট হল মোদী-আদানি আঁতাত’
কেন কণ্ঠরোধ? তিনি আর কৃষ্ণনগরের সাংসদ নন। তিনি বহিষ্কৃত। তাঁর সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছে। সৌজন্যে এথিক্স কমিটির রিপোর্ট ও লোকসভার ভোটাভুটি – ঠিক করে বললে, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা। এমনকি লোকসভায় তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেননি অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু এতেও দমবার পাত্রী নন মহুয়া মৈত্র। সংসদে কণ্ঠরোধ করা হয়েছে, তাতে কী! যা বলার ছিল, বহিষ্কৃত…