![তালিবানি আস্ফালনে মাটিতে মিশে গেল ধানমন্ডির বাড়ি Bangladesh situation](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/Picsart_25-02-07_15-13-16-753-600x400.jpg)
তালিবানি আস্ফালনে মাটিতে মিশে গেল ধানমন্ডির বাড়ি
লেখক বিশ্বজিৎ ভট্টাচার্য ইলিশ মাছের তিরিশ কাঁটা, বোয়াল মাছের দাড়ি, ইয়াহিয়া খান ভিক্ষা করে, শেখ মুজিবের বাড়ি।১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের নির্বাচনে এই ছড়া বেঁধেছিল মুজিবের দল। এই ছড়া শ্লোগান হয়ে গ্ৰাম – শহরের পথে, মাঠে ছড়িয়ে পড়েছিল। সেই ছড়া -শ্লোগানের স্মৃতি হয়তো সাতের দশকে যারা কৈশোর যৌবনের সীমারেখায় ছিলেন তাঁদের মনে আছে। কিন্তু, ছড়ায় ধানমন্ডি…