কার নজরে কোন রাজনীতি?
রাজ্য প্রশাসনের নিশানায় নওশাদ সিদ্দিকী! পুরুলিয়া এক্সপ্রেস লক্ষ করে ঢিল। যাত্রী নওশাদ সিদ্দিকী। যদিও আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়কের কোনও ক্ষতি হয়নি। এরপর স্টেশন থেকে গন্তব্য অঘোরপুর। কিন্তু ফের সমস্যায় পড়েন নওশাদ। এবার ঘিরে ধরে প্রশাসন। জানানো হয়, অঘোরপুরে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। পরিণতি পুলিশ-বিধায়ক বিতণ্ডা। উলটো দিকে নাছোড় নওশাদও। শিল্প-সংঘাতে ফুটছে পুরুলিয়ার আঘোরপুর।…