![‘ক্ষুদ্র আমি তুচ্ছ নই,’ ছোট শিল্পের জয়ধ্বনি](https://amritabazar.in/wp-content/uploads/2023/11/bgbs-cm-4-600x400.jpg)
‘ক্ষুদ্র আমি তুচ্ছ নই,’ ছোট শিল্পের জয়ধ্বনি
‘এজেন্সি-চাপে ভারত ছাড়ছেন বিদেশি শিল্পপতিরা!’ শেষ হল ২ দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সমাপ্তি ভাষণে বাংলার প্রভূত শিল্পসম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর ভাষণের প্রথম ভাগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব ব্যাখ্যা করেন। এ কথা তিনি স্মরণ করিয়ে দেন যে, ক্ষুদ্র শুনতেই ক্ষুদ্র। আসলে ক্ষুদ্রই সুন্দর। আমাদের দেশে ক্ষুদ্রই সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি করে।…