সিউড়িতে স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু জানলা ভেঙে দেহ উদ্ধার দমকল কর্মীদের
Teacher Unnatural Death Birbhum তারিক আনোয়ারসিউড়ী বীরভূম সিউড়িতে স্কুলের সহ শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধন্দ। মৃতের নাম অনন্ত কুমার সরকার (৫৫)। তিনি সিউড়ি বাণীমন্দির স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষক আদতে মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কাজের সূত্রে সিউড়ির স্টেশন মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।তিনি একা থাকতেন বলেই জানা যায়। বৃহস্পতিবার সকাল থেকেই…