![হাসপাতালে ভর্তি কেসিআর!](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/kcr-brs-1.jpeg)
হাসপাতালে ভর্তি কেসিআর!
সদ্য ক্ষমতাচ্যুত হয়েছেন। এবার পড়ে গেলেন তেলাঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত রাতে নিজের ফার্মহাউসের শৌচালয়ে পড়ে যান ৬৯ বছর বয়সী কে চন্দ্রশেখর রাও। তড়িঘড়ি তাঁকে যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএনআই সূত্রে খবর, বাঁদিকের নিতম্ব সংলগ্ন হাড়ে চিড় ধরেছে তাঁর। হাসপাতাল জানাচ্ছে, বাঁদিকের হিপ রিপ্লেসমেন্ট প্রয়োজন কেসিআরের। সুস্থ হতে সময় লাগবে ৬ থেকে ৮ সপ্তাহ।