মাদারিহাটে বিজেপির মহাবিপর্যয় অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে বাম কংগ্রেস
লেখক- বিশ্বজিৎ ভট্টাচার্য রাজ্যে ৬টই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ৬টি তেই জিতেছে তৃনমূল কংগ্রেস। তৃনমূলের এই জয়ে সিপিএমের কি কপাল খুলল? বঙ্গের সিপিএম নেতারা তেমন টিই মনে করছেন। কারণ আরও এক দফা উপনির্বাচনে বিজেপির শোচনীয় হল প্রকট হল। ৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬টিতে ২০২১ সালে তৃণমূল ই জিতেছিল। উপনির্বাচনে রাজ্যের শাসক বদলের কোনো সম্ভাবনা থাকে না।…