![ফসিল ব্যান্ডের চন্দ্রমৌলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু](https://amritabazar.in/wp-content/uploads/2025/01/fossils-600x400.jpg)
ফসিল ব্যান্ডের চন্দ্রমৌলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু
ছবি সৌজন্যে ফেসবুক ফসিল ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু। কলকাতায় নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্বার করে পুলিশ।৪৮ বছর বয়সী চন্দ্রমৌলি বাবা মায়ের সঙ্গে থাকতেন। রবিবার বাড়িতে বাবা মা কেউ ছিলেন না। প্রাথমিক ভাবে পুলিশ আত্মহত্যা বলেই মনে করছে। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।