বীরভূমের জয়দেব কেন্দুলীর মেলায় মানুষের ঢল
তারিক আনোয়ার, বীরভূম Kenduli Mela: শুরু হয়ে গেল কয়েকশো বছরের পুরানো ক জয়দেব কেন্দুলীর মেলা। প্রতি বছরই বীরভূমের অজয় নদের তীরে জয়দেব-কেন্দুলী মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী আসেন,নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পু্ণ্যস্নান সারেন ভক্তেরা। অন্যদিকে, সকাল থেকে ঐতিহ্যবাহী জয় দেবের মন্দীরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইনও পড়ে গিয়েছে এখন থেকে,এক কথায়…