কংগ্রেস এখনও নাদান!
মমতার সূত্রেই শিবরাজের সাফল্য… মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই রাজনৈতিক মহলে বড় প্রশ্ন, শিবরাজ সিং চৌহান কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কৌশল বুঝতে দিনরাত এক করেছিলেন? ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমোর লক্ষ্মীভান্ডার প্রকল্প গেরুয়া শিবিরকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিল। মহিলারা দু’হাত উপুড় ক’রে তৃণমূলকে ভোট দিয়েছিলেন। মধ্যপ্রদেশের নির্বাচনী ফলে তারই ছায়া। ভোটের ১ মাস আগেও বিজেপির…