‘বাংলা থেকে নিশ্চিহ্ন হবে বিজেপি’
নারীশক্তিতেই ভরসা, দেড় মাসের কর্মসূচি তৃণমূলের… ২২ ডিসেম্বর (২২-১২-২০২৩) থেকে ৬ ফেব্রুয়ারি (০৬-০২-২০২৪)। ৪৫ দিন। তৃণমূলের (AITC) তরফে তৃণমূল মহিলা কংগ্রেসের (Trinamool Mahila Congress) বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন, নারীর অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি। তৃণমূল সরকারের প্রতিশ্রুতি এসব ক্ষেত্রে কতটা পূরণ হয়েছে গ্রামবাংলায়? খতিয়ে দেখতে ও দুর্বলতার জায়গাগুলি চিহ্নিত ক’রে প্রতিবিধান করতে ৪৫…