![বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ❗ নীরব কেন নরেন্দ্র মোদী ❗ ব্যাকফুটে রাজ্য বিজেপি। প্রতিবাদের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।](https://amritabazar.in/wp-content/uploads/2024/12/Picsart_24-12-14_19-56-47-337-600x400.png)
বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ❗ নীরব কেন নরেন্দ্র মোদী ❗ ব্যাকফুটে রাজ্য বিজেপি। প্রতিবাদের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।
লেখক- বিশ্বজিৎ ভট্টাচার্য গত এক দশকে ভোট রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে। নির্বাচন কমিশন ঘন্টা বাজালেই রাজনৈতিক দল গুলি যে যার মতো হাতিয়ার নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়ে। ওই সময়টুকুর জন্য ভোটাররাই তাদের জীবন দেবতা। সেই দেবতার কাছে পৌঁছানোর জন্য নানা কলাকৌশল চলতে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই তা নীতি নৈতিকতার সীমা পেরিয়ে যায়। মানুষের মৃত্যু বা বিপর্যয়…