৩০০ মিলিয়ন পরিযায়ী শ্রমিক কেন্দ্রের ই -শ্রম পোর্টালে নাম তুলেছে কিন্তু তাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে নীরব কেন্দ্র সরকার
লেখক বিশ্বজিৎ ভট্টাচার্য ‘Ten Commandments’ ১৯৫৬ সালে হলিউডে নির্মিত বিখ্যাত সিনেমা। মহাকাব্যিক ক্যানভাসে বিস্তৃত এই সিনেমায় ফ্যারাও শাসিত মিশরে ইহুদিদের অবর্ণনীয় অবস্থা থেকে পরিত্রাণ পেতে বাসভূমির খোঁজে কঠিন যাত্রার বর্ণনা রয়েছে। শুরুতে এই সিনেমার কথা বলছি কারন করোনা অতিমারির সময়ে পরিযায়ী শ্রমিকদের বৌ-বাচ্ছার হাত ধরে বিজন বিভুঁই থেকে ঘরপানে ফেরার আকুল চেষ্টার দৃশ্য যদি মনে…