জাতীয় সঙ্গীতের মর্যাদাহানি

অনুতপ্ত নয় শুভেন্দু বাহিনী! একে একে বিজেপি বিধায়কদের ডাকতে শুরু করল লালবাজার (Lalbazar)। জাতীয় সঙ্গীতের মধ্যে টিটকিরি দেওয়ার অভিযোগ তাঁদের বিরুদ্ধে। ঘটনা পরশুর। ধর্মতলায় সেদিন বিজেপির (BJP) সভায় উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, বিধানসভার সামনে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা ‘কালা দিবস’ পালন করছিলেন। একসময় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি বিধায়করা সেখানে হাজির…

আরও পড়ুন

কী খুঁজছে সিবিআই?

বড় পদক্ষেপের আভাস! ফাঁপরে তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম (Jafikul Islam)। বৃহস্পতিবার জাফিকুলের দরজায় কড়া নাড়ে সিবিআই (CBI)। ডোমকলের (Domkal) বিধায়ককে একদফা জেরার পর তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। এবং চক্ষু-ছানাবড়া হওয়ার জোগাড়। লক্ষ-লক্ষ টাকা আর ভরি-ভরি গয়নার হদিশ পায় সিবিআই। সূত্রের খবর, দিনের শেষে ২৮ লক্ষেরও বেশি টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা! এছাড়াও বাজেয়াপ্ত হয়েছে বর্তমান…

আরও পড়ুন