বেড়াতে বেশ, অন্য নাম
নদীর বেড়ে পাহাড়ি গ্রাম! ভ্রমণপিপাসু বাঙালি। সুযোগ পেলেই প্রকৃতির টানে পাড়ি পাহাড় থেকে সমুদ্রে। আর শীতের মিঠে মেজাজে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার এক দারুণ ঠিকানা উত্তরবঙ্গ। আজ সেই উত্তরবঙ্গেরই দারুণ একটা জায়গার হদিশ দিই আপনাদের। কালিম্পংয়ের অনতিদূর দিয়ে বয়ে গিয়েছে রেলি নদী। তার কোলে ছোট গ্রাম বিদ্যাং। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফুট উুঁচু। পাশেই হিমালয় পর্বতমালা।…