ফুঁসছেন বঞ্চিতরা

প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরমিলের খোঁজখবর নিতে বৃহস্পতিবার থেকে বীরভূমের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে ২ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। তাদের সামনে এবার কেন্দ্রীয় প্রকল্পের (central scheme) বাড়ি না-পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রূপপুর গ্রামের বাসিন্দারা। বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, আবেদন করা সত্ত্বেও বাড়ি পাননি – অভিযোগ ক্ষুব্ধ গ্রামবাসীদের। #Birbhum #প্রধানমন্ত্রী_আবাস_যোজনা তালিকায় নাম-থাকা ব্যক্তিরা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন…

আরও পড়ুন

‘কোথায় খুঁত, কোথায় চুরি?’

রাজ্যে আরও একবার কেন্দ্রের প্রতিনিধিরা! ‘খুঁজে না পেলেও খোঁজার চেষ্টা জারি রাখতেই হবে ওদের।’ প্রধানমন্ত্রী আবাস যোজনায় ‘কাল্পনিক কারচুপি’র কেন্দ্রীয় ‘অনুসন্ধান’ প্রসঙ্গে বক্রোক্তি তৃণমূলের। ১০০ দিনের কাজ প্রসঙ্গেও একই কথা। কিন্তু কেন এমনটা নতুন করে বলছে তৃণমূল? কারণ ফের ওই ২ কেন্দ্রীয় প্রকল্পে বেনিয়মের হদিশ পেতে রাজ্যে কেন্দ্রের প্রতিনিধি দল। এর আগে কতবার এসেছেন মোদী…

আরও পড়ুন