![প্রাণহানি বেড়ে ৩](https://amritabazar.in/wp-content/uploads/2023/12/bdn-station-acci-2-600x400.jpg)
প্রাণহানি বেড়ে ৩
বর্ধমান স্টেশনে (Burdwan Rail Station) ভয়াবহ দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম অন্তত ৪০ জন। বুধবার দুপুরে হঠাৎই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। প্রশাসনের তরফে চালানো হচ্ছে উদ্ধার কাজ। যাত্রী সুরক্ষার হাল এতটাই বেহাল? উঠছে প্রশ্ন।