![রোহিঙ্গা থেকে হিন্দু উৎপীড়ন। নোবেল আছে শান্তি নেই](https://amritabazar.in/wp-content/uploads/2024/11/Picsart_24-11-30_20-48-06-211-600x400.jpg)
রোহিঙ্গা থেকে হিন্দু উৎপীড়ন। নোবেল আছে শান্তি নেই
লেখক – বিশ্বজিৎ ভট্টাচার্য “শান্তি”। বিশ্বজুড়ে এই শব্দ ক্রমশ বিলীয়মান। ভূখন্ডের পর ভূখন্ড জুড়ে যুদ্ধ, হিংসা, দ্বেষ, ক্ষুধা, বৈষম্যের বিস্তারে কোথায় শান্তি? তবু ও তো আশা জাগে। কোনো কোনো মানুষকে ঘিরে লতানে গাছের মতো সেই আশা ছড়ায়। যেমন অংসান সুচি। সামরিক শাসনের বর্ম যা বর্তমানের মিয়ানমার। যেখানে ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, গণতন্ত্র, শান্তি, স্বস্তি ছিল দূরাগত…