ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে ইতিহাস রচনা ভারতীয় ক্রিকেট দলের
Courtsey BCCI India VS England T20 রবিবার মুম্বাইয়ে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে সিরিজ জয় করে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট দল। অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস ইংল্যান্ডকে মাথা তুলতে দেযনি। প্রথমে ব্যাট করতে নেমে, দুরন্ত অভিষেক সাতটি বাউন্ডারি এবং ১৩টি ছক্কার মাধ্যমে ১৩৫ (৫৪ বল) রান করেন। মাত্র ১৭ বলে পঞ্চাশ রান…
